ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে ম্যাগনেট সদৃশ বস্তুসহ আটক ২


প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


রাজধানীতে ম্যাগনেট সদৃশ বস্তুসহ আটক ২

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে কোটি টাকা মূল্যের ম্যাগনেট সদৃশ বস্তুসহ হুমায়ুন শেখ (৩৫) ও মনিরুজ্জামান (৪৫) নামের দুই জন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব-১০।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে র‌্যাব-১০এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয় সিপিএসির কোম্পানি কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি আসাদুজ্জামা‌নের নেতৃত্বে একটি দল অ‌ভিযান চালায়। 

এসময় পূর্ব জুরাইন এলাকা থেকে কথিত ম্যাগনেট সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। যার অানুমা‌নিক মূল্য প্রায় এক কোটি টাকা।আটককৃত‌দের কাছ থে‌কে ম্যাগনেট সদৃশ বস্তু ছাড়াও এ্যাডাপ্টারসহ একটি ইলেকট্রনিক বস্তু, ৩ টি মোবাইল ও নগদ ৭ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়ে‌ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব‌্যাটা‌লিয়ন‌টি জান‌তে পে‌রে‌ছে, তারা সংঘবদ্ধ ম্যাগনেটে চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন ধ‌রে পরস্পর যোগসাজশে দেশ থে‌কে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিদেশে মূল্যবান ম্যাগনেট পাচার করছে। 

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।


   আরও সংবাদ