ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

মহিলা কেন্দ্রে ভোট দিল পুরুষ, প্রিজাইডিং অফিসার বলছে পরীক্ষা করছি


প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


মহিলা কেন্দ্রে ভোট দিল পুরুষ, প্রিজাইডিং অফিসার বলছে পরীক্ষা করছি

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার মাইল স্টোন কলেজ কেন্দ্রে মহিলাদের কেন্দ্রে পুরুষ ভোটাদের ভোট দেয়ার ঘটনা ঘটেছে। 

আজ বেলা তিনটার দিকে কলেজের দ্বিতীয় তলার মহিলা কেন্দ্রর একটি বুথে এ ঘটনা দেখা যায়। পরে খবর পেয়ে কেন্দ্রে হাজির হন কাউন্সিলর প্রার্থী মার্জিয়া খাতুন।

মার্জিয়া বলেন, অামি অনিয়মের অভিযোগ পেয়ে এখানে এসে তার প্রমাণ পেয়েছি। 

এদিকে কলেজে বেলা ৩টার দিকে গিয়ে দেখা যায় মহিলাদের দ্বিতীয় তলার কেন্দ্রের বুথ গুলোতে ভোট পড়েছে যথাক্রমে ৫৪, ৫৫, ৫৭, ৫৭ ও ৫৫। 

এই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার অারিফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খু্ব বেশি দিতে পারেনি। ৫-৬ টি দিয়েছে। 

এছাড়া এই কলেজের নীচ তলার ৪ নং বুথেও মহিলাদের কেন্দ্রের গোপন বুথেও পুরুষকে দেখা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার গোলাম রব্বানী বলেন, তিনি চেষ্টা করছিলেন ভোট দেয়া যায় কি না। অাসলে একজন অন্যজনের ভোট দিতে পারবে না। 

এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অাব্দুস সালাম বলেন, দেখতেছি।


   আরও সংবাদ