ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

‘এরা ছেলেধরা নয়, জেলে’


প্রকাশ: ২০ জুলাই, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


‘এরা ছেলেধরা নয়, জেলে’

   

নওগাঁর মান্দায় মাছ ধরতে গিয়ে ছেলেধরা সন্দেহে ছয়জন গণপিটুনির শিকার হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

আজ রবিবার সকাল ১০টায় উপজেলার বুড়িদহ গ্রামে এ ঘটনা ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার বুড়িদহ গ্রামের রনজিতের পুকুরে ছয় ব্যক্তি মাছ ধরছিলেন। এ সময় গ্রামের বেশ কিছু লোক ছেলেধরা সন্দেহে তাদের পিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এরা ছেলেধরা নয়, জেলে।

এদিকে কাউকে ছেলেধরা বলে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিতে পুলিশ দপ্তরের পক্ষ থেকে দেশবাসীর কাছে আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে একটি গুজব ছড়ানোকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মর্মান্তিকভাবে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গুজব ছড়িয়ে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ।

ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো নিহতের ঘটনা ঘটেছে পুলিশ প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে তদন্তে নেমেছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


   আরও সংবাদ