ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ ভাদ্র ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

ভোলায় বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ


প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ভোলায় বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ

   


ভোলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে ভোলার বাংলাবাজারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের (লাইনম্যান) কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা রোধে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ৫০ জন লাইনম্যান নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সমিতির ডিজিএম (টেকনিক্যাল) মো: নাজমুল হোসেন 'র সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো: আবুল বাশার মজুমদার, ভোলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, সমিতির লালমোহন উপজেলার ডিজিএম মো: শাহিন আল হাসান, চরফ্যাশনের ডিজিএম মিজানুর রহমান প্রমুখ।

এখানে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানরা অত্যান্ত ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত থাকেন। সামান্য অসতর্কতা অনেক সময় দূর্ঘটনার কারণ হয়ে দাড়ায়। তাই কাজের সময় তাদের আরো মনোযোগী হতে হবে। এক্ষেত্রে তাদের পরিবার পরিজন বড় একটি গুরুত্বপূর্ণভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। 

এছাড়াও লাইনম্যানদের কাজে আরো সতর্কতার উপর জোর দেন বক্তারা।  সমিতির জিএম আবুল বাশার মজুমদার বলেন, প্রাথমিক ভাবে ৫০ জন নিয়ে সভা করা হলেও পর্যায়ক্রমে সকলকে নিয়ে এ ধরনের সভা করা হবে। 

আজকের এ অনুষ্ঠানে লাইনম্যানদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ