ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ঢাকা কলেজের আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যাবেন শিক্ষামন্ত্রী


প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ঢাকা কলেজের আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যাবেন শিক্ষামন্ত্রী

   

 

 

স্টাফ রিপোর্টার : ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে এবং চিকিৎসার খোঁজ খবর নিতে আজ বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেলে যাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিয়টি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন।

সংঘর্ষে আহতরা হলেন- তানভীর, নিহাদ, সামওয়ান ও সোয়াদ। আহতরা সবাই এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের ৫ জনকে তাদের সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পায়ে, সোয়াতের এবং রাহাতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

ছাত্রদের দেখতে ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ মেডিকেলে ছুটে আসেন। তিনি জানান, আমি বাইরে ছিলাম। সংবাদ পেয়ে আমার ছাত্রদের দেখতে এসেছি। তবে যতটুকু জানতে পেরেছি কলেজ ছুটির সময় বাসায় ফেরার পথে সিটি কলেজের সামনে তারা হামলার শিকার হয়। এতে আমার ৫ ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর।


   আরও সংবাদ