ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে এগিয়ে গেলে কেউ পাপ কাজে লিপ্ত হতে পারে না : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে এগিয়ে গেলে কেউ পাপ কাজে লিপ্ত হতে পারে না : প্রতিমন্ত্রী  স্বপন ভট্টাচার্য

   


মণিরামপুর প্রতিনিধিঃ  এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে এগিয়ে গেলে কেউ পাপ কাজে লিপ্ত হতে পারে না। সকল ধর্মে সমাজ তথা জাতির মধ্যে শান্তি বজায় রাখার জন্য বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণদেবের ১৮৫-তম জন্মতিথি উপলক্ষ্যে শনিবার মণিরামপুর তাহেরপুর রামকৃষ্ণ আশ্রম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ধর্মের অপব্যাখা সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করে জ্ঞানের আলো ছড়িয়েছেন। 

সভায় সম্মানিত অতিথি হিসেবে জ্ঞানগর্ভ আলোচনা করেন ভারতের কোলকাতার বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নিত্যমুক্তাত্মনন্দীজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর মহিলা জেলা মহিলা পরিষদের  সাধারন সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদে আহবায়ক তপন বিশ্বাস পবন। এতে মূখ্য আলোচক ছিলেন স্বামী আত্মবিভানন্দীজী মহারাজ।

 এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি রতন কুমার পাল, সাধারন সম্পাদক তপন কুমার ভট্টাচার্য্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামীলীগ নেতা রিপন কুমার ধর, যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, মঞ্জুর আক্তার, আব্দুল কুদ্দুস প্রমূখ।


   আরও সংবাদ