ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

বোরহানউদ্দিন থেকে আলিমুদ্দিন রাস্তার বেহাল দশা, জনগণের ভোগান্তি


প্রকাশ: ২ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


বোরহানউদ্দিন থেকে আলিমুদ্দিন রাস্তার বেহাল দশা, জনগণের ভোগান্তি

   

 


ভোলা প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন উপজেলার জনবহুল এলাকার বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তা বোরহানউদ্দিন থেকে আলিমুদ্দিন বাংলাবাজার পর্যন্ত। এ রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, ব্যবসায়ি, সাধারণ জনগণ, কোমলমতি শিশুদের স্কুলে যেতে হচ্ছে ছোট বড় গর্ত পেরিয়ে। এ রাস্তায় প্রতিনিয়ত ভারী যানবাহন থেকে শুরু করে ছোট বড় হাজার হাজার গাড়ি চলাচল করে। বিশেষ করে আসমা ব্রিক ফিল্ডের মালামাল নিয়ে ট্রাক, ট্রাক্টর, ট্রলিগুলো এ রাস্তা দিয়ে যাতায়াত।

প্রতিদিন এই রাস্তায় ছোট ছোট যানবাহন গুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। অসুস্থ রোগী ও মাতৃত্বকালীন সময়ে ডেলিভারি অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে নেওয়াটা প্রায় অসাধ্য হয়ে পড়ছে। রাস্তাটি ভাঙ্গা হওয়ার কারণে যানবাহন যাতায়াত করলে রাস্তার ধূলিকণা উড়ে  মনে হয় শীতের দিনে কুয়াশায় চারিদিক অন্ধকারে ঢেকে রয়েছে । অতিরিক্ত ধুলাবালি কারণে প্রতিনিয়ত এই রুটে যাতায়াতকারী মানুষগুলো অসুস্থতার শিকার হয় তেমনি পরিবেশ ভারসাম্য হারাচ্ছে।


স্থানীয়রা জানান, ২০১৩ সালে মেঘনায় বেড়িবাঁধ না থাকায় অতিরিক্ত জোয়ারের পানিতে রাস্তাটি খন্ড খন্ড হয়ে যায়। তাৎক্ষণিক কিছুটা সাময়িক সংস্কারকাজ হলেও বর্তমানে রাস্তাটি মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বোরহানউদ্দিনের পূর্বাঞ্চলের বিশাল একটি জনগোষ্ঠীর যাতায়াতের আর কোন বিকল্প রাস্তা নেই।


বোরহানউদ্দিন থেকে বাংলা বাজার সংলগ্নে আছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে হাজার হাজার ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা যাদের প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় মূলত তারাই বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়াও বিকল্প কোন সড়ক না থাকায়  বোরহানউদ্দিন সদর কলেজ এবং স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রী গুলো এ রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

এই অঞ্চলের মানুষগুলো প্রাণের দাবি অনতিবিলম্বে রাস্তাটি পুনঃ নির্মাণ করার জন্য ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সহ যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি  ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান ।


   আরও সংবাদ