ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

রাজধনাীতে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্য আটক


প্রকাশ: ২৬ জুলাই, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


রাজধনাীতে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্য আটক

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর রুপনগর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের ৫ সদস্যকে আটক করেছে এন্টি টেরোরিজম ইউনিট। 

শুক্রবার গভীর রাতে রাজধানীর রূপনগরের ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা  হলো- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী এবং তার স্ত্রী ও মেয়ে।

আহমেদ আলী সোনালী ব্যাংকের কর্মকর্তা। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। 
 
এন্টি টেরোরিজম ইউনিটের এসপি মাহিদুজ্জামান (লিগ্যাল এন্ড মিডিয়া) বলেন,  তারা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ আক্রমণ করলে পুলিশ আত্নরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়। তাদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছে। পুলিশের গুলিতে আটক জাকারিয়া গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসময় তাদের বাসা থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরনের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তক উদ্ধার করা হয়েছে।

মাহিদুজ্জামান আরো বলেন, আটকদের নিয়ে অভিযান চলছে।


   আরও সংবাদ