ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

১৭ দিনেই মালয়েশিয়ায় লাশ চৌগাছার আলমগীর


প্রকাশ: ৭ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


১৭ দিনেই মালয়েশিয়ায় লাশ চৌগাছার আলমগীর

   

রহিদুল খান : মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত আলমগীর হোসেন (৪০) এর দাফন সম্পন্ন হয়েছে। আলমগীর হোসেন উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আমানউল্লাহর ছেলে। 

২৮ ফেব্রুয়ারী মালেশিয়ার একটি শহরের চারতলা বিল্ডিং থেকে পড়ে মারাত্মক আহত হয় সে। চিকিৎসাধীন অবস্থায়  ২ মার্চ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের পিতা আমানউল্লাহ জানান বেশ কয়েক বছর ধরে আলমগীর মালেশিয়ার রাজধানী শহরে একটি চায়না কনস্ট্রাকশন কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল। চলতি বছরের শুরুর দিকে সে বাড়ি বেড়াতে আসে। এরপর ফেব্রুয়ারীর ১০ তারিখের দিকে আবারো মালয়েশিয়ায় যায়। সেখানে ২৮ ফেব্রুয়ারী আহত হয়ে ২ মার্চ  মৃত্যুবরণ করে। 


সেখান থেকে আজ রবিবার সকালে তার মৃতদেহ বাড়িতে পৌছায়। বেলা সাড়ে ১১ টায় জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল। 


   আরও সংবাদ