ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আজ আজাহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা পড়ে শোনা হয়েছে


প্রকাশ: ১৬ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


আজ আজাহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা পড়ে শোনা হয়েছে

   

গাজীপুর সংবাদদাতা : একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার তাকে লাল কাপড়ে মোড়ানো পরোয়ানা পড়ে শোনানো হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানায়, আজহারুল ইসলাম এখন রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করতে পারবেন। তবে ১৫ দিনের মধ্যে আবেদন না করলে যে কোন দিন রায় কার্যকর হতে পারে।

রিভিউ আবেদন খারিজ হলে নিয়মানুসারে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করার সুযোগ রয়েছে।

এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেন। তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পূর্ব পর্যন্ত বাংলাদেশের জামায়েত ইসলামির ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী ছিলেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে

২২ আগস্ট, ২০১২ সালে মগবাজারের বাসা থেকে গ্রেফতার হন। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।


   আরও সংবাদ