ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

টোকিও অলিম্পিক স্থগিত হতে পারে শিনজো আবে


প্রকাশ: ২২ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


টোকিও অলিম্পিক স্থগিত হতে পারে শিনজো আবে

   

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস পরিস্থিতি সত্বেও এতদিন নিজ দেশে আসছে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের ব্যাপারে অনড় ছিলেন তিনি। তবে অবশেষে টনক নড়লো জাপান প্রধানমন্ত্রী শিনজো আবে’র। অবস্থা আরও ভয়াবহ রূপ নেওয়ায় এবার নিজের আগের বক্তব্য থেকে সরে আসলেন আবে। আগামী ২৪ জুলাই অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক-২০২০ স্থগিত হতে পারে বলে জানিয়েছেন জাপানের শীর্ষ এই কর্তা।

রোববার (২২ মার্চ) জাপান পার্লামেন্টের এক ভাষণে আবে জানান, কোভিড-১৯ মহামারীর কারণে এখন কোনো কিছুই নিরাপদ না। ফলে অলিম্পিক স্থগিতের ব্যাপারে আমাদের বিবেচনা করতে হতে পারে।

তবে আবের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আওসি) থেকে জানানো হয়, আকস্মিক পরিকল্পনা অনুযায়ী আসছে আসরটি স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আবে ও আইওসি কেউই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

এদিকে টোকিও অলিম্পিক স্থগিতের ব্যাপারে গত বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে। তবে কোনো ধরনের ঘোষণা না আসায় কানাডা অলিম্পিক কমিটি ইতোমধ্যে হুমকি দিয়ে জানিয়েছে, এ বছর টোকিও অলিম্পিক স্থগিত করা না হলে, কানাডার কোনো অ্যাথলেটকে পাঠানো হবে না।

জাপান টোকিও অলিম্পিকের জন্য ৩০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করবে। ফলে তারা চাইছে যে কোনো ভাবেই আসরটি আয়োজন সম্পন্ন করতে।


   আরও সংবাদ