ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

আগামীকাল থেকে সিলেট বিভাগে সবধরনের গণপরিবহন বন্ধের ঘোষণা


প্রকাশ: ২৪ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


আগামীকাল থেকে সিলেট বিভাগে সবধরনের গণপরিবহন বন্ধের ঘোষণা

   

সিলেট সংবাদদাতা : করোনা ভাইরাস থেকে সুরক্ষায় সিলেট বিভাগে সবধরনের গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ও সাধারণ সম্পাদক সজিব আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টা থেকে ৪ এপ্রিল (শনিবার) পর্যন্ত দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে দেশের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে সিলেট বিভাগে এ কয়দিন গণপরিবহন বন্ধ রাখা হবে। দেশের এ ক্রান্তিলগ্নে পরিবহন শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।
 
এতে আরও বলা হয়, সবাই সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি সরকারের পরবর্তী নির্দেশনার আগে ঘরে থাকতে হবে। নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সর্বপরি দেশকে বাঁচাতে হবে।


   আরও সংবাদ