ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় নারীদের বাড়িতে রাখতে ছাত্রলীগের লুডুর দান বিতরণ


প্রকাশ: ২৭ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় নারীদের বাড়িতে রাখতে ছাত্রলীগের লুডুর দান বিতরণ

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি :  যশোরের চৌগাছায় করোনা ভাইরাসের সচেতনায় কর্মজীবি নারীদের বাড়িতে রাখতে স্থানীয় ছাত্রলীগ নেতাদের অভিনব উদ্যোগ নিতে দেখা গেছে। 

কর্মজীবি এসব নারীরা যেন বাইরে না বেরিয়ে বাড়িতে অবস্থান করেন সে জন্য এসব মহিলাদের লুডুর দান, মাস্ক ও করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ করেছে ছাত্রীগের নেতারা।

শনিবার চৌগাছা পৌর ছাত্রলীগের উদ্যোগে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের বস্তিপাড়ায় এসব মাস্ক, লুডু ও লিফলেট বিতরণ করেন তারা। 

এসময় পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, মিনহাজুর রহমান জিসাদ, রাসেল হোসেন, আক্তারুল হোসেন, স্বপ্ন, তুষার, সম্রাট, অমি প্রমুখ ছাত্রলীগ নেতারা এসকল দ্রব্যাদি বিতরণ করে নারীদের তাদের বাসস্থলেই অবস্থান করতে উৎসাহিত করেন।

চৌগাছা শহরের কপোতাক্ষতীরবর্তী বস্তিপাড়ায় প্রায় দুইশতাধিক পরিবার বসবাস করে। এসব পরিবারের নারীদের কেউ ডিভাইন গ্রুপের ডিভাইন গার্মেন্টস ও চৌগাছা ফ্যাশন এবং কেউকেউ ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে থাকেন।


   আরও সংবাদ