ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে বিক্রি হচ্ছে ৮০ টাকা তৈল, ৫০ টাকা ডাল ও চিনি


প্রকাশ: ৩০ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


রাজধানীতে বিক্রি হচ্ছে ৮০ টাকা তৈল, ৫০ টাকা ডাল ও চিনি

   

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ টিসিবি পরিচালিত রাজধানীর বিভিন্ন স্থানে ন্যায্যমুল্যে সোয়াবিন তৈল ৮০ টাকা চিনি ৫০ টাকা মসুরির ডাল ৫০ টাকাসহ পিয়াজ ৩৫ করে বিক্রি হচ্ছে। 

এসব পণ্য টিসিবির ট্রাকে করে রাজধানীর বিভিন্ন মোড়ে, গুরুত্বপূর্ণ সড়কে এবং অফিস, হাসপাতালের সামনে। 

এ বিষয়ে বাংলাদেশ বেতারের সামনে বিক্রেতা শরিফের সাথে কথা বলে জানা যায় তিনি প্রতিদিন ৩ শত কেজি ডাল তিনশত কেজি চিনি তিনশত কেজি পিয়াজসহ তিনশত লিটার সোয়াবিন বিক্রি করছেন। তবে দুপুর ১২টার মধ্যে ডাল শেষ হয়ে যাচ্ছে। 

তিনি জানান, নিয়ম রয়েছে ২ কেজির ওপরে বিক্রি করা যাবে না।  তবে সোয়াবিন তৈল ২ লিটার থেকে ৫লিটার জনপ্রতি নিয়ম  রয়েছে। 

কথা হয় বাংলাদেশ বেতারের কর্মকর্তা আরিফুর রেহমানের সঙ্গে, তিনি বলেন, নিজের জন্য ৫ লিটার আর আত্মীয়র জন্য ৫লিটার তৈলসহ ৬ কেজি চিনি নিয়ে যাচ্ছেন।


   আরও সংবাদ