ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় সামাজিক দূরত্ব নিশ্চিতে ডিসি-এসপির নেতৃত্বে মহড়া


প্রকাশ: ৩০ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় সামাজিক দূরত্ব নিশ্চিতে ডিসি-এসপির নেতৃত্বে মহড়া

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি :  যশোরের চৌগাছায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে মড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল পৌনে ছয়টায় উপজেলা পরিষদ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে এই মহড়া প্রদান করেন তারা। 

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ ও পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন মহড়ায় নেতৃত্ব প্রদান করেন। 

অন্যান্যের মধ্যে চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল, সহকারি কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতি ও চৌগাছা বাস- মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবাদত হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান এ্যাডমিরাল, ব্যবসায়ী ও করোনা ফ্রি চৌগাছার উদ্যোক্তা ব্যবসায়ী হাসিবুল ইসলাম হাসিব, প্রভাষক হারুন অর-রশীদ, তরিকুল ইসলাম প্রমুখসহ সেনা, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা অংশ নেন।

মহড়ার পরপরই সেনা সদস্যদের বহনকারী দুটি গাড়িতে করে মাইকে বিভিন্ন নির্দেশনামূলক প্রচারণা করেন।


   আরও সংবাদ