ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ফোন করলেই দোকান যাবে ঘরে


প্রকাশ: ১ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ফোন করলেই দোকান যাবে ঘরে

   


স্টাই রিপোর্টার : করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সারা দেশে সাধারণ ছুটি থাকায়, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায়, খুলনার উপকূলীয় এলাকা কয়রায় ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে বাড়িতে বাড়িতে স্বল্পমূল্যে পণ্য পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন।

হটলাইন নম্বরে ফোন করলেই উপজেলা প্রশাসনের ভ্যানে করে ভ্রাম্যমাণ দোকান চলে যাচ্ছে মানুষের ঘরে।

কয়রা উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতনের টাকায় স্বল্প মূল্যের ভ্রাম্যমাণ এই দোকান চালু হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা অফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিটি পণ্যে বাজার মূল্যের চেয়ে দাম কম রাখা হচ্ছে ভ্রাম্যমাণ দোকানে। ভ্রাম্যমাণ দোকান চালু হওয়ায়, খুশি এলাকার সাধারণ মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন, করোনায় মানুষের নিরাপত্তা ও নিম্ন আয়ের মানুষের কথা ভেবেই এই ভ্রাম্যমাণ দোকান চালু করা হয়েছে। মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার এই ব্যবস্থা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বলে জানান তিনি। এলাকার বিত্তবানদেরও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

 


   আরও সংবাদ