ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বিনাপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় ৫০ জনকে জরিমানা


প্রকাশ: ৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বিনাপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় ৫০ জনকে জরিমানা

   

স্টাফ রিপোর্টার : বিনাপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে র‌্যাবের পৃথক তিনটি টিম।

র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, র‌্যাব-৩ এর পলাশ বসু ও র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে পৃথক এ অভিযান চালানো হয়।

র‌্যাবের লিগ্যার অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র‌্যাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

অভিযানে বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করায় ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাবের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এএসপি সুজয় সরকার।


   আরও সংবাদ