ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

গত ২৪ ঘণ্টায় স্পেনে ৭৪৩ জন, ইরানে ১৩৩ জন


প্রকাশ: ৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


গত ২৪ ঘণ্টায় স্পেনে ৭৪৩ জন, ইরানে ১৩৩ জন

   

স্টাফ রিপোর্টার : স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শেষ ৪ দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়েছে। শেষ খবর পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে এ ভাইরাসে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৭৪৩ জন। এর মধ্য দিয়ে স্পেনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৯৮ জনে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এর আগের দুই দিনে স্পেনে করোনায় মারা যান যথাক্রমে ৬৩৭ ও ৬৭৪ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার পর্যন্ত স্পেনে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫১০ জনের।

এদিকে ইরানে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৭২ জনে। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানান। 

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে ইরানে ২ হাজার ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোট ৬২ হাজার ৫৮৯ জনের করোনা শনাক্ত হলো। এসব আক্রান্তের মধ্যে ৩ হাজার ৯৮৭ জনের অবস্থা গুরুতর।


   আরও সংবাদ