ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

কালিগঞ্জে ইটের ভাটা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত


প্রকাশ: ৮ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কালিগঞ্জে ইটের ভাটা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত

   

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা কালিগঞ্জের পল্লীতে নিয়মনীতির তোয়াক্কা না করে লোকালয়ে কাঠপুঁড়িয়ে ইটের পাঁজা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন  ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান। 

করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করায় এলাকার সচেতন নাগরিক হিসেবে সকল হুমকী ধামকী উপেক্ষা করে ইট পোঁড়ানোর বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। 

এসময় তিনি আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামকে না পেয়ে তার ম্যানেজার মুকুন্দমধুসুধনপুর গ্রামের আব্দুল গণি শেখের ছেলে আনোয়ারুল ইসলামকে আটক করেন এবং তার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। 

এসময় পৃথক দুটি পাঁঁজা সিলগালা করে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ সউদ্দিনের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানা গেছে।


   আরও সংবাদ