ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রিটিশ অভিনেত্রী হিলারি


প্রকাশ: ১০ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রিটিশ অভিনেত্রী হিলারি

   

বিনোদন ডেস্ক : জনপ্রিয় হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ করোনা সংক্রমণ জনিত কারণে মারা গেছেন।

হলিউড রিপোর্টারকে ৭৪ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তার ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে হুগ গ্রান্ট ও অ্যালান রিকম্যান অভিনীত ১৯৯৫ সালের সিনেমা ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং গ্যারি ওল্ডম্যানের ১৯৯৭ সালের সিনেমা ‘নিল বাই মাউথ’। 

হিলারি হিথের জন্ম ছিল ইংল্যান্ডের লিভারপুলে। ১৯৬৮ সালে মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’র মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।


   আরও সংবাদ