ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

লকডাউনে জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি পরিদর্শনের পরামর্শ


প্রকাশ: ১০ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


লকডাউনে জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি পরিদর্শনের পরামর্শ

   

স্টাফ রিপোর্টার :  বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। জনসমাগম পরিহারপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার ঘরে অবস্থান এ মহামারী ভাইরাসের বিস্তার রোধে বিশ্বব্যাপী অন্যতম কার্যকর পন্থা হিসেবে স্বীকৃত।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য জানান।

বাংলাদেশ সরকার এ ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সার্বক্ষণিক গৃহে অবস্থানের জন্য সাধারণ ছুটি দীর্ঘায়িতকরণ, আক্রান্ত বিভিন্ন এলাকা লক ডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও নির্দেশনা, প্রভৃতি।

গৃহে অবস্থানকালে জনসাধারণের মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষ হতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি 
পরিদর্শনের পরামর্শ দেয়া হয়েছে যার ওয়েব ঠিকানা হচ্ছে vt.bnm.org.bd। এর মাধ্যমে নতুন প্রজন্মসহ সাধারণ জনগণ বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য জানতে পারবে।


   আরও সংবাদ