ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বরিশালে বিডিএসএ'এর ত্রাণ বিতরণ


প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বরিশালে বিডিএসএ'এর ত্রাণ বিতরণ

   

বরিশাল প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষাথীদের উদ্যোগে বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসেশিয়েসন বৈশ্বিক মহামারি করোনা (কভিড-১৯) কারণে খাদ্য সংকটে পরা বরিশাল বিভাগের পটুয়াখালীতে বেশ কয়েকটি হতদরিদ্র পরিবারকে মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (১৭মার্চ) রাজাপুর উপজেলায় নিজগালুয়া গ্রামে ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
 
এই সময় সংগঠনটির প্রতিনিধিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবির) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আবু তাহের মেসবাহ। তাছাড়া সকল ধরনের সহোযোগিতা করেন স্হানীয় "প্রভাতী ফাউন্ডেশন"র সেচ্ছাসেবকরা।

ত্রাণ অর্থায়নে ছিলো "মাস্টার জহিরউদ্দীন মিয়া স্মৃতি পাঠাগার, নিজগালুয়া, রাজাপুর, ঝালকাঠি"। 

এ বিষয়ে জানতে চাইলে মাস্টার জহিরউদ্দীন মিয়া স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা  পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল-মামুন জানান, "মাস্টার জহির উদ্দীন মিয়া স্মৃতি পাঠাগার সবসময় এলাকায় মানবিক কাজে সহায়তা করার চেষ্টা করি"

বিডিএসএ, কুবির সভাপতি এইচ. এম. মেহেদী জানান "আমরা বিডিএসএ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশালের আর্থিকভাবে অসচ্ছল সকল শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছি তার পাশাপাশি আমরা গরীব দুঃখীদের পাশেও দাঁড়াবো। যা এই সময় কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই ইনশাআল্লাহ।"


   আরও সংবাদ