ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

গাজীপুরের কাউন্সিলর সেলিম শিক্ষকদের পাশে


প্রকাশ: ২০ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


গাজীপুরের কাউন্সিলর সেলিম শিক্ষকদের পাশে

   

গাজীপুর সংবাদদাতা : ক্ষুধার রাজ্য জ্বলছে অনল পৃথিবী এখন অন্ধকার, এই ক্রান্তিলগণে আমি অন্নহীন, আমি গৃহবন্দি হয়ে কর্মহীন।

দুখিনী আমি, সর্বহারা আমি, বেঁচে থাকার রহিছে আমার অধিকার।  চার দিকে মানছে না লকডাউন আমি সুখের গীত গাবো কি কারণ, বঙ্গমাতার উন্নয়নে করছে ওরা বাড়াবাড়ি। ক্ষুধার রাজ্যে পৃথিবী এখন অন্ধকার আমি অন্নহী।

তাই জাতির এই ক্রান্তিলগণে মানুষ গড়ার কারিগর বেসরকারি শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন গাজীপুর সিটি কপোর্রেশনের কোনাবাড়ির ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কোনাবাড়ি আইডিয়াল স্কুল ভবনে ৩৫টি বেসরকারি (কেজি) স্কুলের প্রায় দুই’শ শিক্ষকদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে।

প্রাণঘাতি করোনা ভাইরাসে বন্দি হওয়া কর্মহীন বেসরকারি শিক্ষকদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেলিম রহমান।

এসময় হাজী মফিজ উদ্দিন একাডেমির পরিচালক রহিজউদ্দিন মাস্টার, অক্সফোর্ড স্কুলের জহিরুল ইসলাম মাস্টার, শাহিন আলমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

জাতির এই কঠিন মুহূর্তে বেসরকারি এসব শিক্ষকের পাশে দাঁড়ানোর জন্য গাজীপুর কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমঙ্গীর কবির কাউন্সিলর সেলিম রহমানকে অভিনন্দন জানিয়েছেন।


   আরও সংবাদ