ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়


প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার চৌগাছা সদর ও ধুলিয়ানী ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীনদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার চৌগাছা সদর ইউনিয়ন পরিষদ ও সকাল ১০টায় ধুলিয়ানি ইউনিয়নের ফতেপুর বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

ইউনিয়ন দুটির বিভিন্ন গ্রামের ৪০০ ব্যক্তিকে এই খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল ও আলু ইত্যাদি দেয়া হয়েছে।

খাদ্য সহায়তা বিতরনকালে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের উদ্দেশ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ, পল্লী সঞ্চয় ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক কামাল হোসেন, জুনিয়র অফিসার আব্দুস সালাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো, ইউপি সদস্য হাবিবুর রহমান, যুবলীগ নেতা মিলন, আওয়ামী লীগ নেতা মমিনুর রহমান, ইউপি সদস্য গোলাম মোস্তফা, আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ