ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

য‌বিপ্র‌বির জি‌নোম সেন্টা‌রে চার জেলার ১৫ ক‌রোনা রোগী


প্রকাশ: ১১ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


য‌বিপ্র‌বির জি‌নোম সেন্টা‌রে চার জেলার ১৫ ক‌রোনা রোগী

   

চৌগাছা (য‌শোর) সংবাদদাতা : দুই দিন বিরতির পর ফের যশোরে করোনা পজেটিভের দেখা মিললো। এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের দেওয়া ফলাফলে এই জেলার পাঁচটি নমুনাকে পজেটিভ বলে শনাক্ত করা হয়।

একই দিন চুয়াডাঙ্গারও সমসংখ্যক নমুনা পজেটিভ ফল দেয়। বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার যবিপ্রবি ল্যাবে মোট ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের ৩২টি, ঝিনাইদহের ২১টি, মাগুরার ৩৬টি এবং চুয়াডাঙ্গার ৬২টি নমুনা ছিল।

ফলাফলে দেখা যায় যশোরের ৩২টির মধ্যে পাঁচটি, ঝিনাইদহের ২১টির মধ্যে একটি, মাগুরার ৩৬টির মধ্যে চারটি এবং চুয়াডাঙ্গার ৬২টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ। বাদবাকি ১৩৬টি নমুনার ফল নেগেটিভ হয়।


   আরও সংবাদ