ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

সিলেটের সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিনের ছেলের সঞ্চয়পত্র দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: ৩১ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


সিলেটের সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিনের ছেলের সঞ্চয়পত্র দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

   

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

সোমবার (০১ জুন) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার তৌহিদুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে রুহুল আমিনের ছেলের লেখাপড়ার খরচ চালানোর জন্য তাঁর স্ত্রীর নামে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দিবেন। এ অর্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত রুহুল অমিনের একমাত্র ছেলে রাজিমন হাসান আলিফের দৈনন্দিন লেখাপড়ার খরচ যোগাতে সহায়ক হবে।

তাছাড়া রাজিমন হাসানের পরিবারের আর্থিক সংকট লাঘবে বেতন মওকুফ ও অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিকে একটি ডিও লেটার প্রেরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।


   আরও সংবাদ