ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ডিএনসিসিতে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা


প্রকাশ: ১ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ডিএনসিসিতে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

   

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতেঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীনের নেতৃত্বে রাজধানীর মধ্য বাড্ডায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আজ মঙ্গলবার (২ জুন) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীনের নেতৃত্বে এ অভিযান চলে।

এসময় ১১টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া কিছু ভবনে জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা পাওয়ায় তৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।

উল্লেখ্য, এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসি কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত মোট ৪ লক্ষ ২৬ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে।
 
এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।


   আরও সংবাদ