ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

পরিবেশ দিবসে ইবি ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি


প্রকাশ: ৪ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


পরিবেশ দিবসে ইবি ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি

   

ইবি থেকে শাহীন আলম : বিশ্ব পরিবেশ দিবস এবং মুজিববর্ষ-২০২০ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

শুক্রবার (৫ জুন) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা কদবেল, বকুল, বহেরা, আমলকী, কাঠ-গোলাপ, জলপাই, অর্জুন'সহ মোট ১০০টি বৃক্ষরোপন করেন। 

এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত'সহ অন্যান্য নেতাকর্মী।

এবিষয়ে মিজানুর রহমান লালন বলেন,"মুজিববর্ষ ও বিশ্ব পরিবেশ  দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছি। এছাড়া জীবন ধারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হল অক্সিজেন, যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। তাই জীবনের জন্য ও পরিবেশের জন্য, উদ্ভিদ কূলকে এবং পৃথিবীতে মানুষের বসবাসের পরিস্থিতি বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।"


   আরও সংবাদ