ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ময়মনসিংহে করোনার ডেডিকেটেড ইউনিট উদ্বোধন


প্রকাশ: ১৩ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ময়মনসিংহে করোনার ডেডিকেটেড ইউনিট উদ্বোধন

   

ময়মনসিংহ  প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকোল কলেজ হাসপাতালের নতুন ভবনের পঞ্চম থেকে অষ্টম তলা পর্যন্ত চারটি ফ্লোরকে করোনা ডেডিকেটেড ইউনিটে রূপান্তর করা হয়েছে। এতে দশটি আইসিইউ, ৪০টি কেবিন ও ১০০ শয্যা রয়েছে। 

আজ বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।  

এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আবুল কাসেম, সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মুজমদারসহ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ