ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ ভাদ্র ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

য‌বিপ্র‌বির জে‌নোম সেন্টা‌রে ১৭ ‌রোগীর করোনা প‌জে‌টিভ


প্রকাশ: ১৮ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


য‌বিপ্র‌বির জে‌নোম সেন্টা‌রে ১৭ ‌রোগীর করোনা প‌জে‌টিভ

   

যশোর থেকে খান সাহেব : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে বৃহস্পতিবার পরীক্ষা করা নমুনাগুলোর মধ্যে ১৭টিকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিন এই ল্যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করে শুক্রবার ফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, যশোরের ১৪ জনের নমুনা পরীক্ষা করে একজনের, নড়াইলের ৩১ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের, মাগুরার ১৭ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের, বাগেরহাটের ২৪ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের এবং সাতক্ষীরার ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম এই তথ্য দিয়েছেন।

তিনি জানান, পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ