ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ময়মনসিংহে করোনায় এক কয়েদির মৃত্যু


প্রকাশ: ২৩ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ময়মনসিংহে করোনায় এক কয়েদির মৃত্যু

   

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ কারাগারে  এক কয়েদি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তার বাড়ি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজান চরনওপাড়া গ্রামে। দেশে করোনায় প্রথম মৃত্যু এটা।

বিষয়টি মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নে উজানচরনওপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে অনুকুল ইসলাম (৪০) প্রায় ৯মাস ধরে মাদক মামলায় জেল খাটছেন। গত সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ জেলা কারাগারে তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে করোনা পজেটিব আসে। 

সন্ধ্যারপর নিহতের লাশ বাড়িতে পৌছলে ইসলামী ফাউন্ডেশনের ৫সদস্যের একটি দল জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করে। এ সময় তাদের সহযোগিতা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, দুপুরে আনুষ্ঠানিক ভাবে কয়েদির মৃত্যুর খবর জানানো হয়। নিয়ম মেনে সন্ধারপর নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


   আরও সংবাদ