ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় চুয়েটের শিক্ষার্থী নিহত


প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় চুয়েটের শিক্ষার্থী নিহত

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক কামরুল হাসান সানি (২৬) নামের এক চুয়েটের শিক্ষার্থী নিহত। এঘটনায় অপার একজন আহত হয়েছে। 

বুধবার রাত সোয়া ৭ টার দিকে ডেমরার রানীমহল সিনেমা হলের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।

আজ সন্ধ্যায় বাসা থেকে তার এক ছোট ভাই কে সাথে নিয়ে মোটরসাইকেলে বের হয়। পরে ডেমরার রানীমহল সিনেমা হলের সামনের রাস্তায় তাদের মোটরসাইকেল টি একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে চলে যায়। এতে দু'জন রাস্তায় পরে গুরুতর আহত হয়।

এসময় গুরুতর আহত সানিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে রাত পোনে ৯ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সানি চুয়েট থেকে ইন্জিনিয়ারিং পাশ করে চাকুরির জন্য চেষ্টা করছে। পাশাপাশি বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। 

ফুপাতো ছোট ভাই মেহেদী সামন্য আহত হয়। তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুই বোনের মধ্যে একমাত্র ভাই ছিল সানি। তার বাবা মা দু'জন ই স্কুল শিক্ষকতা করেন।

সানির চাচাতো ভাই ফয়সাল জানান, কুমিল্লা জেলার মুরাদনগর থানার কামাল্লা গ্রামের শরিফ নাসির উদ্দিনের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার মাদানিনগর এলাকায় পরিবারের সাথে থাকতো। 


   আরও সংবাদ