ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

শার্শার সংঘবদ্ধ ধর্ষ‌ণের শিকার গৃহবধু ডেঙ্গু‌তে আক্রান্ত


প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


শার্শার সংঘবদ্ধ ধর্ষ‌ণের শিকার গৃহবধু ডেঙ্গু‌তে আক্রান্ত

   

য‌শোর থেকে খান সাহেব : যশোরের শার্শায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ (৩০) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়।

হাসপাতালের মহিলা ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স গীতি রাণী রায় শুক্রবার সকালে জানান, বৃহস্পতিবার রাত ৭ টা ৩৫ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এনএস ১ পজিটিভ, রক্তে প্লাটিলেটের সংখ্যা ২ লাখ ১০ হাজার। ডা. উবায়দুল কাদির উজ্জ্বল সকালে রাউন্ডে এসে রোগী দেখে গেছেন।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ইনসপেক্টর শেখ মোনায়েম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে। 

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর শার্শা উপজেলার লহ্মণপুর এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গভীর রাতে যায় এসআই খায়রুল, সোর্স কামরুলসহ চারজন। তারা ওই গৃহবধূর কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় এসআই খায়রুল ও কামরুল তাকে ধর্ষণ করেন বলে ওই গৃহবধূ অভিযোগ উঠে। ৩ সেপ্টেম্বর ভিকটিম শার্শা থানায় চটকাপোতা গ্রামের কামরুজ্জামান ওরফে কামরুল, লহ্মণপুর গ্রামের আব্দুল লতিফ ও আব্দুল কাদেরের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনের নামে মামলা করেন। মামলাটি ৫ সেপ্টেম্বর পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয় ইনসপেক্টর শেখ মোনায়েম হোসেনকে।


   আরও সংবাদ