ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ২০-২১ ডিসেম্বর


প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ২০-২১ ডিসেম্বর

   

স্টাফ রিপোর্টার : আগামী ২০-২১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৪ সেপ্টম্বর) রাতে গণভবনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে দলের কাউন্সিল অক্টোবরে করার ঘোষণা দেয়া হয়েছিল। জাতীয় কাউন্সিল সফল করতে ৮টি বিভাগে ৮টি সাংগঠনিক টিম গঠন করেছিল আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জেলায় সফর শুরু করেছিলেন নেতারা। কিন্তু বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্য, ডেঙ্গু রোগের তান্ডব ও আগস্ট শোকের মাসের কারনে সাংগঠনিক সফর বন্ধ হয়ে যায়।

জানা গেছে, ডিসেম্বরে কাউন্সিল সফল করতে আটটি বিভাগে পুনরায় সাংগঠনিক সফর শুরু করবেন আওয়ামী লীগ নেতারা। দলীয় বিরোধ মিমাংসা, মেয়াদ শেষ হয়ে যাওয়া কমিটির নতুন করে সম্মেলন করা, সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরবেন নেতারা।

বিজয়ের মাসে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নির্বাচিত নতুন নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবেন দলটির নেতাকর্মীরা। ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।


   আরও সংবাদ