ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটে ফুটে বাচ্চা রেখে পালিয়েছে বাবা-মা, ঠাই মিলছে ছোটমনি নিবাসে


প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ফুটে ফুটে বাচ্চা রেখে পালিয়েছে বাবা-মা, ঠাই মিলছে ছোটমনি নিবাসে

   

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফেলে রাখা নবজাতকের বাবা-মা না আসলে প্রক্রিয়া শেষে ছোটমণি নিবাসে পাঠিয়ে দেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ,কে,এম, নাসির উদ্দিন বলেন, শিশু ও তার মা দুজনই সুস্থ ছিল।

গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে শিশুটির মা-বাবার কোনখোঁজ পাওয়া যায় নি। পরে দিবাগত রাত একটার দিকে শিশুটিকে নবজাতক বিভাগে এন আই সিউতে রাখা হয়েছে।

শিশুটির কোনো দাবিদার না এলে আইনি প্রক্রিয়া শেষে তাকে ছোটমণি নিবাসে পাঠিয়ে দেওয়া হবে। এঘটনয় শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত১০৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মা-বাবা শিশুটিকে বিছানায় রেখে ওয়ার্ড থেকে চলে যান। 
রোববার পর্যন্ত তাদের কোন হদিস মিলেনি।

ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের ওয়ার্ড মাস্টার আবদুল গফুর জানান, ১৩সেপ্টেম্বর ভোররাতে সিজারের মাধ্যমে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়।

হাসপাতালে রেজিস্ট্রেশন থেকে জানা যায়, নবজাতকটির বাবার নাম রাসেল ও মায়ের নাম নাহার। বর্তমান ঠিকানায়, রাজধানীর মিরপুর -১ নম্বর।


   আরও সংবাদ