ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

অভিযোগ দায়েরের এক ঘন্টার মধ্যে চোরসহ মোবাইল হাজির


প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


অভিযোগ দায়েরের এক ঘন্টার মধ্যে চোরসহ মোবাইল হাজির

   

কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : কালিগঞ্জ থানায় মোবাইল চুরির অভিযোগ দায়ের করার এক ঘন্টার মধ্যে চোরসহ মোবাইল উদ্ধার করেছেন পুলিশ। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে ঘটেছে।

নিভিন্ন সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি, বিষ্ণুপুর ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান এর ব্যবহৃত মোবাইল রোববার রাতে ২য় তলায় নিজ রুমে ঘুমিয়ে থাকা অবস্থায় বালিশের পাশের থেকে সামস্যাং কোম্পানীর গ্ল্যাক্সি এ ফিপটি মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। 

সকালে মোবাইল চুরি হয়েছে বুঝতে পেরে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে চোর সনাক্ত করেন। সে মোতাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদী হয়ে নবাগত অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন এর নিকট অভিযোগ দায়ের করেন। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহনের জন্য থানার উপ পরিদর্শক জিয়ারত হোসনকে নির্দেশ দেন। 

তিনি দ্রত সিসিটিভির ফুটেজ দেখে বন্দকাটি গ্রামের হাফেজ নেছার উদ্দীনেরর পুত্র জালাল উদ্দীন (২৩) কে আটক করতে অভিযান চালান।

চোর জালালকে না পেয়ে পুলিশ তার পিতা বানো হাফেজ নেছার উদ্দীন কে আটক করে ছেলে হাজীর করতে বললে তিনি মোবাইলে ছেলেকে বাড়িতে আসতে বলেন। পিতার আহবানে সাড়া দিয়ে আসলেই পুলিশ আটক করতে সক্ষম হন।

পরে তার স্বীরোক্তিতে বাড়ির কাঠঘর থেকে মোবাইল উদ্ধার হয়। 

জানা গেছে, বেলা ১১ টায় অভিযোগ দায়ের হওয়ার একঘন্টার মধ্যে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করলেন পুলিশ।


   আরও সংবাদ