ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

সিটি কলেজের শিক্ষার্থীদের ছুরির আঘাতে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী আহত


প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


সিটি কলেজের শিক্ষার্থীদের ছুরির আঘাতে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী আহত

   

স্টাফ রিপোর্টার : রাজধানীতে সিটি কলেজেরশিক্ষার্থীদের ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়ে ঢামেকে ভর্তি।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সিটি কলেজের সামনে এই ঘটনা ঘটে৷

আহতরা হলেন- ঢাকা কলেজের প্রথম বর্ষের  ছাত্র,  নেহাল (১৭),  তানভীর (১৭),  সাফিয়ান (১৭), সোয়াত (১৭) ও মোহাম্মদ রাহাত (১৭)। 

আহত ৫ জনের মধ্যে রাহাত, তানভীর, সাফওয়ান ও সোয়াদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অপর এক শিক্ষার্থী নেহালকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 

সিটি কলেজের আহত শিক্ষার্থী ফয়সাল কে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রাহাতের পেটে, তানভীরের হাতে, পিঠে সোয়াদের পেটে ও নেহালের পায়ে ছুরিকাঘাত রয়ে সাফওয়ানের পিঠে, সোয়াদের পেটে ও নেহালের পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে৷ আহত সবাই ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী৷

আহত শিক্ষার্থীরা জানান, কলেজ ছুটির পর আমরা বাসায় যাচ্ছিলাম। বাসে ওঠার জন্য সিটি কলেজের মোড়ে দাঁড়িয়ে ছিলাম। তখন সিটি কলেজের কিছু শিক্ষার্থী দল বেঁধে আমাদেরকে ডেকে খারাপ ভাষায় কথা বলে ও বাজে মন্তব্য করে এবং মারধর শুরু করে। 

আমরা প্রতিবাদ করলে আমাদেরকে বেধড়ক পেটানো হয় ও ছুরি দিয়ে আঘাত করে। পরে আমাদের বন্ধুরা আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা ঢামেকে চিকিৎসা নিয়েছে।


   আরও সংবাদ