প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫ ০৮:৩০ পূর্বাহ্ন
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের আয়োজনে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘টেকসই বিশ্বের পথে অগ্রযাত্রা: জীববিজ্ঞান ও ভূবিজ্ঞানের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের গবেষণাকর্ম উপস্থাপনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রাণিবিজ্ঞান, সামুদ্রিক সম্পদ ও ব্লু ইকোনমি; প্রাণরসায়ন, জিনোমিকস ও বায়োইনফরমেটিকস; পরিবর্তনশীল বিশ্বে মানব আচরণের গতিশীলতা; জিন প্রকৌশল ও উদীয়মান প্রযুক্তি; টেকসই উন্নয়নের ভূ-স্থানিক দিক হিসেবে জলবায়ু, নগরায়ণ ও পরিবেশ; মাইক্রোবায়োম ও জনস্বাস্থ্য; ফার্মাসিউটিক্যাল বিজ্ঞান, ওষুধ পর্যবেক্ষণ ও আধুনিক ওষুধ উদ্ভাবন এবং খাদ্যনিরাপত্তা ও টেকসই পরিবেশের জন্য উদ্ভিদভিত্তিক সমাধান।
অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রাণিবিজ্ঞান, সামুদ্রিক সম্পদ ও ব্লু ইকোনমি; প্রাণরসায়ন, জিনোমিকস ও বায়োইনফরমেটিকস; পরিবর্তনশীল বিশ্বে মানব আচরণের গতিশীলতা; জিন প্রকৌশল ও উদীয়মান প্রযুক্তি; টেকসই উন্নয়নের ভূ-স্থানিক দিক হিসেবে জলবায়ু, নগরায়ণ ও পরিবেশ; মাইক্রোবায়োম ও জনস্বাস্থ্য; ফার্মাসিউটিক্যাল বিজ্ঞান, ওষুধ পর্যবেক্ষণ ও আধুনিক ওষুধ উদ্ভাবন এবং খাদ্যনিরাপত্তা ও টেকসই পরিবেশের জন্য উদ্ভিদভিত্তিক সমাধান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন দুই ধাপে সম্পন্ন করা যাবে। প্রথম ধাপে ১ থেকে ৭ নভেম্বর শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন এক হাজার টাকায়, পেশাদার ব্যক্তিরা ২ হাজার ৫০০ টাকায়, করপোরেট পেশাদাররা ২ হাজার ৫০০ টাকায়, সহযোগীরা ২ হাজার টাকায় এবং বিদেশি অংশগ্রহণকারীরা ২০০ মার্কিন ডলারে। দ্বিতীয় ধাপে ৮ থেকে ১৫ নভেম্বর শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ১ হাজার ২০০ টাকা, পেশাদারদের জন্য ৩ হাজার টাকা, করপোরেট পেশাদারদের জন্য ৪ হাজার টাকা, সহযোগীদের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং বিদেশিদের জন্য ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণকারীরা https://iclessd.jnu.ac.bd/portal/registration লিংক থেকে অনলাইনে অথবা সরাসরি সম্মেলন ভেন্যুতে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।