প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ন
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দেন জকসু নির্বাচন পেছানোর মতো কোন দাবি ছাত্রদল করেনি।
আজ বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, যাদের ক্যাম্পাসে, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বয়ান নেই তাদের বয়ান হলো ছাত্রদল চায় নির্বাচন পেছাতে! অথচ এমন কোন দাবি করেনি জবি ছাত্রদল।
জকসু নির্বাচন ২৭ নভেম্বর হওয়ার কথা থাকলেও আজ জবি ক্যাম্পাসে জকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর সবাই জানতে পারে যে জকসু নির্বাচন ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর করা হয়েছে। এরপর নির্বাচন পেছানোর প্রতিবাদে জবি ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির, ছাত্র শক্তি, আপ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, জকসু নির্বাচন পেছানোর দাবি শুধুমাত্র ছাত্রদলের। এর প্রতিবাদ স্বরুপ ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দেন নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের নয়।