প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
 
            
নারী তুমি কেন এলে এ ভূবনে ?? 
একখন্ড ভূমি নাকি নেই তোমার 
তোমার মুখ বোবা,হাত ,পায়ে তালা , 
কী করে নাচবে তুমি এই মাটিতে???
নিঃশ্বাসে প্রতিবার রক্তের গন্ধ !!!!!
সবার বাঁধায় বাঁধায়  চামড়ার রেখায় রেখায় 
সাক্ষী হয়ে ফুটেছে সবকিছুই 
মাটি আলিঙ্গন করার আগ মুহূর্তও সকল নিয়ম যেন তোমার জন্যই !!!! 
আকাশ বসবাস এবার তাহলে , 
সেখানেও কী মিলবে এতটুকু মেঘ!!!
যেই মেঘের দলাতে হবে আমার নীড়
শুধু আমার !!!!!!!
চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা