ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

সবুজবাগে দুইশতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করলেন লায়ন্স ক্লাব


প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন


সবুজবাগে দুইশতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করলেন লায়ন্স ক্লাব

নিজস্ব প্রতিবেদক: লায়ন ইন্টারন্যাশনালের লায়ন্স ক্লাব অফ ঢাকা ইয়ুথ চেম্বারের উদ্দ্যেগে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ কদমতলায় সিটিজেন হোল্ডিংস লিমিটেডের প্রজেক্ট সিটিজেন শওকত হাকিম টাওয়ারে কর্মসূচি পালন করা হয়। খাবার বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লায়ন ইজ্ঞিনিয়ার মোর্শেদুল আলম মানিক।

এই কর্মসূচির আওতায় মাদরাসার ছাত্র, দিনমজুর, রিক্সা, ভ্যান, সিএনজির চালক ও সাধারণ পথচারীসহ দুইশতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। লায়ন ইন্টারন্যাশনালের এ ধরণের আয়োজনের জন্য স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানান। এ ছাড়া খেটে খাওয়া মানুষেরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– রিজন চেয়ারপার্সন (প্রজেক্ট) লায়ন ইজ্ঞিনিয়ার মোহাম্মাদ আওলাদ হোসেন, সেক্রেটারী রফিকুল ইসলাম, ভাইস চেয়াম্যান মেহেদী হাসান, সিটিজেন হোল্ডিংসের পরিচালক (প্রশাসন) খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ, পরিচালক (প্রজেক্ট) খন্দকার অধুদ রানা, সাইট ইজ্ঞিনিয়ার মুশতাকুর রহমান। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উইন্টাচ্ ডেভেলোপারসের ব্যাবস্থাপনা পরিচালক ইজ্ঞিনিয়ার আবুল কালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের শিশু শিক্ষার্থী যথাক্রমে, ওয়াহিদুল ইসলাম মারুফ ও সোয়াত ই আরাফাত রত্ন প্রমুখ।


   আরও সংবাদ