ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৮ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

জকসু নির্বাচনে প্রার্থী ও ভোটারদের যোগাযোগকে সহজ করল সিএসই ক্লাব


প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫ ০৬:৩৫ পূর্বাহ্ন


জকসু নির্বাচনে প্রার্থী ও ভোটারদের যোগাযোগকে সহজ করল সিএসই ক্লাব

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে ওয়েবসাইট তৈরি করেছে জবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ক্লাব।

গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে সূচনা হয় ওয়েবসাইটটির।

জানা গেছে, জকসু নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীদের নির্বাচনী ইশতেহার, ভাবনা ও পূর্ববর্তী অবদানকে এক প্ল্যাটফর্মে সহজলভ্য করার লক্ষ্যে জবি সিএসই ক্লাবের উদ্যোগে jnucsu.com নামের ওয়েবসাইটটি চালু হয়েছে। 

এ ছাড়া এতে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রোফাইল তৈরি করে সমসাময়িক যেকোনো বিষয়ে ব্লগ লিখতে পারবে। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীদের বিভিন্ন বিষয়ে সরাসরি মতামত জানাতে পারবেন এবং ব্লগের মাধ্যমে নিজেদের মতামত ও প্রত্যাশা প্রকাশ করতে পারবেন।

এ বিষয়ে সিএসই বিভাগের শিক্ষার্থী মুয়াম্মার তাজওয়ার আসফি বলেন, জবির বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকায় প্রার্থীদের পক্ষে সবার কাছে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। jnucsu.com এই সীমাবদ্ধতাটিই দূর করছে, সরাসরি প্রার্থী ও ভোটারদের মধ্যে একটি ডিজিটাল সংযোগ তৈরি করে, যা প্রচলিত পোস্টার-নির্ভর প্রচারণারও একটি দারুণ বিকল্প।

ওয়েবসাইট তৈরিতে ভূমিকা রাখা আরেক শিক্ষার্থী আহসানুল হক আবির বলেন, আমাদের লক্ষ্য ছিল নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা। jnucsu.com-এর মাধ্যমে ভোটাররা এখন এক ক্লিকেই সব প্রার্থীর ইশতেহার, তাদের পূর্ববর্তী কাজ ও চিন্তাভাবনাগুলো সহজেই  তুলনা করতে পারবেন, যা তাদের একটি তথ্য-নির্ভর সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে।


   আরও সংবাদ