প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২০ ২২:০৮ অপরাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : চৌগাছায় সুজন হোসেন (২২) নামের এক কলেজ ছাত্র সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। একই ঘটনায় অরোহী রডমিস্ত্রি নান্নু (২৫) গুরুতর আহত হয়েছেন।
সুজন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের আন্দারকোটা গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং যশোর সিটি কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্র। রড মিস্ত্রি নান্নু একই গ্রামের আশরাফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচা বাবুল আক্তার জানিয়েছেন, রাত ৯ টার দিকে হতাহতরা মোটর সাইকেল যোগে আলিশা থেকে আন্দারকোটা গ্রামের বাড়ি যাওয়ার আলিশা গ্রামের পাকড়াতলা নামক স্থানে বেপরোয়া গতি মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয় এবং নান্নু গুরুতর আহত হয়।
মোটর সাইকেলের বিকট শব্দ শুনে আলাউদ্দীন ও ইব্রাহিমসহ স্থানীয় এলাকাবাসি তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ সুজনকে মৃত ঘোষণা করেন। আহত নান্নুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কর্মকর্তা লিয়াকত আলী জানান, বুকে পিঠে ও মাথায় আঘাতের কারণে হাসপাতালে পৌছানোর আগেই সুজনের মৃত্যু হয়েছে। আর নান্নুকে ভর্তি রাখা হয়েছে।
চৌগাছা থানার এসআই নুরূন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।