ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

য‌শো‌রে মটরসাই‌কে‌লের মুখোমুখি সংঘ‌র্ষে নিহত ২, আহত ৩


প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২০ ১৭:০৩ অপরাহ্ন


য‌শো‌রে মটরসাই‌কে‌লের মুখোমুখি সংঘ‌র্ষে নিহত ২, আহত ৩

য‌শোর সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ও আহত হয়েছেন ৩ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল তিনটার দিকে উপজেলার বল্লা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঝিকরগাছা থেকে আসা একটি মোটরসাইকেল ও বাঁকড়া থেকে আসা একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০) ও একই উপজেলার সোনাকুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯)।

আহতরা হলেন, বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (১৩), শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৮), আজিম উদ্দিনের ছেলে নাইম হোসেন (১২)।
ঝিকরগাছা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ