প্রকাশ: ১১ নভেম্বর, ২০২০ ২০:৫৬ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় রুপালী খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েেেছ। নিহত রুপালী ষোলখাদা গ্রামের গোলাম রসুলের কন্যা।
এ সময় গুরুতর আহত হয়েছে নিহত রুপালীর ছোট বোন আড়াই বছরের শিশু খাদিজা। গতকাল দুপুর ৩টার দিকে উপজেলার ষোলখাদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রুপালী ও তার ছোট বোন খাদিজা বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে খেলছিল। এ সময় পাশ্ববর্তী এনায়েতপুর গ্রামের মহিদুল ইসলাম নামে এক যুবক বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু রুপালীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার জহুরুল ইসলাম। জানা গেছে, উক্ত দুর্ঘটনায় নিহত রুপালীর ছোট বোন খাদিজাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।