প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২০ ১৪:১৯ অপরাহ্ন
যশোর সংবাদদাতা: মোটরসাইকেল দুর্ঘটনায় গোপাল দেবনাথ (২৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে৷
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামে হাবুল্লাহ বাজার-বাঘারপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোপাল দেবনাথ বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের কার্তিক দেবনাথের ছেলে। তিনি খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বিকেলে গোপাল দেবনাথ মোটরসাইকেল চালিয়ে বাঘারপাড়া উপজেলার হাবুল্লাহ বাজার পাইকপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন। পাইকপাড়া গ্রামের কাচারি বটতলা এলাকায় বিপরীতমুখি আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোপাল গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। সন্ধ্যা সাতটা দশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।