ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

‘কেবিন ক্রুদের সম্মাননা যাত্রী সেবাকে উৎসাহিত করবে’


প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২০ ২০:৫২ অপরাহ্ন


‘কেবিন ক্রুদের সম্মাননা যাত্রী সেবাকে উৎসাহিত করবে’

বিশেষ প্রতিনিধি: যাত্রীদের সেবার মান বৃদ্ধির জন্য মানামী কেবিন ক্রুদের 'কেবিন ক্রু অফ দা ইয়ার' সম্মাননা দিয়েছে মানামী কর্তৃপক্ষ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

প্রত্যেক মাসে কেবিন ক্রুদের সেবার মানের ওপর ভিত্তি করে 'কেবিন ক্রু অফ দা মান্থ'  সম্মাননা দেয়া হয়। আর এক বছরের সেবার মানের ওপর ভিত্তি করে 'কেবিন ক্রু অফ দা ইয়ার' দেয়া হয়।


বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, কেবিন ক্রুদের সম্মাননা দেয়ার ফলে যাত্রীদের সেবার মান আরও বৃদ্ধি পাবে। অন্যান্য লঞ্চ কর্তৃপক্ষ এ রেওয়াজ চালু করতে পারে। মুজিববর্ষে লঞ্চ সেবার মান বৃদ্ধিতে এটা লঞ্চ সেবাকে আরও উৎসাহিত করবে।

এসময় উপস্থিত ছিলেন সালাম শিপিং লাইন্স কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান সেলিম শরীফসহ মানামী লঞ্চ কর্তৃপক্ষ।


   আরও সংবাদ