ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, পৃথক দুর্ঘটনায় আহত ৫


প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২০ ২১:৩১ অপরাহ্ন


চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, পৃথক দুর্ঘটনায় আহত ৫

চৌগাছা থেকে  ফখরুল ইসলাম: যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমিন (৭০) নামে এক অবসরপ্রাপ্ত জুটমিল কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী দফাদার পাড়ার বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেল চালক মামুন (২৫) আহত হয়ে চৌগাছা হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী দফাদারপাড়া রাইচ মিলের সামনে নিজ বাড়ির পাশেই একটি সাইকেলে করে ক্ষেত ঘেরার তার নিয়ে সাইকেলটি ঠেলে নিয়ে পাকা রাস্তা পার হচ্ছিলেন রুহুল আমীন ও আনিছুর রহমান নামে দু’ব্যক্তি। রুহুল আমীন সাইকেলটির পিছনে তার ধরে রেখেছিলেন।

এসময় মোটরসাইকেলে ফুলসারা গ্রামের মামুন (২৫) চৌগাছা থেকে যশোরের দিকে ফুলসারা গ্রামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে রুহুল আমীন রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে মামুনও আহত হয়। আহত হয় সাইকেলের হ্যান্ডেল ধরে রাখা আনিছুর রহমানও। স্থানীরা রুহুল আমীন ও মামুনকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে তাৎক্ষণিকভাবে রুহুল আমীনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছেই রুহুল আমীন রাত ৮.১৫ মিনিটের দিকে মারা যান। মামুনকে চৌগাছা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আনিছুরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অপরদিকে, বিকাল ৫.৪৫ মিনিটের দিকে চৌগাছা (টেঙ্গুরপুর) পুড়াপাড়া সড়কের আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে খড়িঞ্চা থেকে চৌগাছার দিকে আসা একটি মোটরসাইকেল এবং চৌগাছা থেকে পুড়াপাড়াগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এক মোটরসাইকেলে থাকা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের সাজু (২৮) ও সোহেল রানা (১৭), অপর মোটরসাইকেলে থাকা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সবুর খান (৬০) ও হযরত আলী (৪৫) আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে সাজু (২৮) ও সবুর খানকে (৬০) যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অন্য দু’জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে


   আরও সংবাদ