ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৮ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

বান্দরবান চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪


প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২১ ১৪:৫৫ অপরাহ্ন


বান্দরবান চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

স্টাফ রিপোর্টার: থানচি উপজেলার থানচি-লিক্রি সড়কের তিন কিলোমিটার ত্রিপুরা পাড়া এলাকায়  নামক স্থানে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ শ্রমিক।

আজ বৃহস্পতিবার (২১জানুয়ারি) সকালে থানচি বাজার থেকে মালামাল বোঝাই করে লিক্রি সড়কের তিন কিলোমিটার স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।  গাড়িতে থাকা ৪ শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও ৬  আহত হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের নাম ও  পরিচয় জানা যায়নি।


   আরও সংবাদ