ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৮ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যু


প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৫০ অপরাহ্ন


কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যু

কালিগঞ্জ থেকে হাফিজুর রহমান শিমুল: সাতক্ষীরার কালিগঞ্জে মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান সজিব(১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

সে উপজেলার দাদপুর গ্রামের আনিছুর রহমানের পুত্র ও শ্যামনগর উপজেলার জয়নগর আমিনিয়া হামিদীয়া মাদ্রাসার দাখিল পড়ুয়া ছাত্র। 

প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার(০৪ ফেব্রুয়ারী) সকাল আনুঃ সাড়ে ৯ টায় মটর সাইকেলে নলতা থেকে বাড়ীতে ফেরার পথে ভাড়াশিমলার সিদ্দীরপুকুর নামক স্থানে পৌছালে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় এবং জ্ঞ্যান হারায়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক সঞ্জিব সমাদ্দার ও সঙ্গীয় ফোর্স হাসপাতালে পৌছে লাশের সুরতহাল শেষে পরিবারের কারও অভিযোগ না থাকায় দাফন সম্পন্নের নির্দেশ দেন। এদিকে মাদ্রাসা ছাত্রের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


   আরও সংবাদ